• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

বাংলাদেশ

শমী কায়সার গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৮:৫৭, ৬ নভেম্বর ২০২৪

শমী কায়সার গ্রেপ্তার 

শমী কায়সার

ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি বলেন, অভিনেত্রী শমী কায়সারকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন শমী কায়সার। 

তাকে ছাত্র-জনতার বিক্ষোভে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগে গত ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ ছাড়েন শমী কায়সার।

এসবিডি/এবি

মন্তব্য করুন: