• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

জেলার খবর

স্বাধীনতা অর্জনের নেপথ্য অনুপ্রেরণায় ছিলেন বঙ্গমাতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ১৬:৩৫, ১১ আগস্ট ২০২২

স্বাধীনতা অর্জনের নেপথ্য অনুপ্রেরণায় ছিলেন বঙ্গমাতা

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সকল আন্দোলন-সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণাদায়ী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন; বলেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ্ আলম।  

বুধবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের ইডিপি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

বঙ্গমাতা স্বাধীনতা অর্জনে নেপথ্য কারিগর ছিলেন জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু তাঁর যৌবনের অর্ধেক সময় জেলখানায় ছিলেন। তাঁর ১৩টি ঈদ গেছে জেলে। এই সময়ে দলের নেতাকর্মীদের দেখতেন বঙ্গমাতা। এমনকি নিজের গয়না বেঁচেও তিনি দল প্রয়োজনে দিয়েছেন। বঙ্গবন্ধুর মতোই দেশ ও দেশের মানুষকে ভালবাসতেন বেগম মুজিব। 

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আতাউর রহমান বরাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা শ্যামলী খান, সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা শামস-ই-এলাহী অনু, সূর্য বারী, নাট্যচক্রের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, সংগ্রামী নাট্যদলের সভাপতি আহমেদ শরীফ প্রমূখ। 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সুলতানা রাজিয়া মিলন। পরে মওলানা মো: জাহাঙ্গীর আলমের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ,  লালন অ্যাকাডেমির সভাপতি নুরুল হুদা, জহির রায়হান থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা, স্বপ্ন দুয়ারের সাবেক সহ-সভাপতি শিবলি সাদিক, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সহ-সভাপতি উত্তম কুমার, যুগ্ম সম্পাদক রুবাইয়াত খান রনি, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, অর্থ সম্পাদক সাহেদ সেলিম খান, যুব ও ক্রীড়া সম্পাদক সাকিরুল ইসলাম এলিন, ধর্ম বিষয়ক সম্পাদক বিএম মামুনসহ নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানে ভারতে ইন্টারন্যাশনাল পিচ এওয়ার্ডে ভূষিত হওয়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আগস্ট ১১, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: