• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

জেলার খবর

বেলকুচিতে গরুচোর চক্রের সদস্য আটক, ৩ গরু উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ১৬:৪৯, ১১ আগস্ট ২০২২

বেলকুচিতে গরুচোর চক্রের সদস্য আটক, ৩ গরু উদ্ধার

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে গরুচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১১) সকালে বেলকুচি থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত জব্বার সরকারের ছেলে জামাল উদ্দিন (৪২)। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বেলকুচির উপজেলার দৌলতপুর ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত জব্বার সরকারের ছেলে জালাল উদ্দিনের বসতবাড়িতে অজ্ঞাতনামা ৪/৫ আসামি যোগসাজসে অভ্যাসগত ভাবে চোরাই গরু বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখেন। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে গরুচোর চক্রের এক সদস্য ও তিনটি চোরাই গরু উদ্ধার করেন। পরে এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। উদ্ধার হওয়া গরুর প্রকৃত  মালিকদের খুঁজে পেলে হস্তান্তর করা হবে বলেও জানায় ওসি। 

আগস্ট ১১, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: