• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে ১১টি কারাতে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

গৌরীপুর প্রতিনিধি:

 প্রকাশিত: ১৯:১৪, ২২ সেপ্টেম্বর ২০২২

গৌরীপুরে ১১টি কারাতে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ছবি: সময়বিডি.কম

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশে ১১টি কারাতে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় স্থানীয় উপজেলা পরিষদ পাবলিক হলে এই কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কারাতে আত্মরক্ষার কলাকৌশল শিখানোর পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, ধৈর্যশীলতা ইত্যাদির শিক্ষা দিয়ে একজন মানুষকে সব দিক থেকে এগিয়ে নিতে সাহায্য করে। এজন্য শিক্ষার্থীদের পড়াশোনা মনোযোগী হওয়ার পাশাপাশি কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরামর্শ দেন তিনি।

মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দের সভাপতিত্বে অ্যাকাডেমিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, জেন্ডার প্রোমোটার, সংগীত শিক্ষক ও আবৃত্তি শিক্ষক, বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাবগুলোর মাঝে ডায়েরি ও পরিচয়পত্র বিতরণ করা হয়।

পরে প্রশিক্ষক কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে আত্মরক্ষার্থে কারাতের কিছু কসরত প্রদর্শন করেন। 

সেপ্টেম্বর ২২, ২০২২

রায়হান/এবি/

মন্তব্য করুন: