• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জেলার খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: ১৬:০০, ৩ নভেম্বর ২০২২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালিত

সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জেলহত্যা দিবস পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টায় কালো ব্যাজ ধারণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। 

এরপর বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১-এ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। 

এরপর জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধার্ঘ নিবেদনের পর জেলহত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

সভাপতির বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর রক্তবন্ধু জাতীয় চার নেতার খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা এবং জেল হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচিত করার আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। 

নভেম্বর ৩, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: