• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জেলার খবর

আটোয়ারীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি

আটোয়ারী প্রতিনিধি:

 আপডেট: ১৯:৪০, ৬ নভেম্বর ২০২২

আটোয়ারীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি

আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে এবার মোট এক হাজার চারজন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৮ জন ছাত্র ও ৫৩৬ জন ছাত্রী। তথ্যমতে সাধারণ পরীক্ষার্থী ৬৯৮ জন, বিএম শাখায় ২৪৫ জন এবং মাদরাসার আলিম পরীক্ষার্থী ৬১ জন। 

কেন্দ্র সচিবদের দেওয়া তথ্যমতে, রবিবার (৬ নভেম্বর) এইচএসসি ও সমমানের পরীক্ষার শুরুর দিনে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮ জন ছাত্র ও ২৭৫ জন ছাত্রী। এরমধ্যে ৭ জন অনুপস্থিত। এ কেন্দ্রে মানবিক বিভাগে ৩৭১ জন, বাণিজ্য বিভাগে ১৩ জন এবং বিজ্ঞান বিভাগে ১৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এখানে কেন্দ্র সচিব ছিলেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলে নূর প্রধান। ট্যাগ অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোবারক হুসেন। 

একই কলেজের নতুন ভবনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম পরীক্ষা কেন্দ্রে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২১১ জন ছাত্র ও ৩৪ জন ছাত্রী। এরমধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় তিনজন অনুপস্থিত ছিল। এখানে কেন্দ্র সচিব ছিলেন বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা। ট্যাগ অফিসার ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম।

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৩ জন ছাত্রী এবং ৯২ জন ছাত্র। এরমধ্যে প্রথম পরীক্ষায় চারজন অনুপস্থিত ছিলেন। তথ্য মতে, এ কেন্দ্রে মানবিক শাখায় ২০৬ জন, বাণিজ্য শাখায় ২২ জন ও বিজ্ঞান শাখায় ৬৭ জন পরীক্ষার্থী রয়েছে। এখানে কেন্দ্র সচিব ছিলেন ওই কলেজের অধ্যক্ষ এমএ মান্নান। ট্যাগ অফিসার ছিলেন অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা। 

অপরদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে আটোয়ারী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে ৬১ জন আলিম পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন ছাত্র ও ২৪ জন ছাত্রী। এরমধ্যে ১৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের কুরআন মাজিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল। এখানে সচিবের দায়িত্বে ছিলেন সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খাদেমুল ইসলাম। এ কেন্দ্রে ট্যাগ অফিসার ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ আব্দুল মান্নান। 

পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিম পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছেন।

কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসাররা জানান, পরীক্ষা নিরিবিলি, কোলাহলমুক্ত, নকলমুক্ত  ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আগেই ব্যাপক মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণা করা হয়েছে। তারপরও কেউ বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত হলে তাৎক্ষণিক তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নভেম্বর ৬, ২০২২

মোঃ রবিউল হক/এবি/

মন্তব্য করুন: