• ঢাকা

  •  মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

জেলার খবর

নান্দাইলের বাচ্চু সাহা আর নেই

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি:

 প্রকাশিত: ১৯:২৬, ১৯ ডিসেম্বর ২০২২

নান্দাইলের বাচ্চু সাহা আর নেই

নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল পুরাতন বাজারের বাসিন্দা প্রশান্ত কুমার সাহা (বাচ্চু সাহা) ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

রবিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ময়মনসিংহ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কিডনি-সহ বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন।

সোমবার বেলা ১১টার দিকে নান্দাইল বাজারস্থ শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়- স্বজন রেখে গেছেন। 

প্রশান্ত কুমার সাহা (বাচ্চু সাহা) আমৃত্যু নান্দাইল উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে কাজ করেছেন।

তার মৃত্যুতে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া-সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ডিসেম্বর ১৯, ২০২২

এসএবি/এবি/

মন্তব্য করুন: