• ঢাকা

  •  মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

জেলার খবর

জামালপুরে ট্রাকচাপায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৩:৫৬, ৪ অক্টোবর ২০২৪

জামালপুরে ট্রাকচাপায় ৩ জন নিহত

ছবি: সংগৃহীত

জামালপুর শহরে ট্রাকের চাপায় ইজিবাইকের চালক, যাত্রী ও শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় মোড় এলাকায় বেলটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহের কাপাশাহাটিয়ার এলাকায় জয়দর হোসেন রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)। 

স্থানীয়রা জানায়, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালীবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিল ইজিবাইকটি। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশাচালক আর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠনো হলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মো. আতিক জানান, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন হাসপাতালে মারা গেছেন।

এসকে/এবি/

মন্তব্য করুন: