• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

জেলার খবর

দামুড়হুদায় আগ্নেয়াস্ত্র গুলি ফেনসিডিল জব্দ

সালাউদ্দীন কাজল

 প্রকাশিত: ২১:০১, ১৯ নভেম্বর ২০২৪

দামুড়হুদায় আগ্নেয়াস্ত্র গুলি ফেনসিডিল জব্দ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামের মাছপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির মুন্সিপুর বিওপির সদস্যরা এসব আগ্নেয়াস্ত্র, গুলি ও ফেনসিডিল জব্দ করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা করার পাশাপাশি দামুড়হুদা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

এসইউকে/এসবিডি/এবি/

মন্তব্য করুন: