বিনার উন্নত জাতের ধানবীজ উপহার পেলো দুই শতাধিক কৃষক-কৃষাণী
ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে বিনার উন্নত জাতের ধানবীজ উপহার পেলো দুই শতাধিক কৃষক-কৃষাণী। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাংনামারী ইউনিয়নের বয়রা বাজারে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সস্টিটিউট (বিনা)’র আয়োজনে ও বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনা-৫, বিনা-২৪ ও বিনা-২৫ জাতের উন্নত ধানবীজ বিতরণ করা হয়।
কৃষক সমাবেশ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ ড. মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক।
তিনি বলেন, এই অনুষ্ঠানে যে কৃষিবিদ ভাইয়েরা আছেন তারা আপনাদের সেবা দিবেন। কারণ বাংলাদেশ বর্তমানে একটি ফ্যাসিস্ট সরকার থেকে সাধারণ মানুষের দেশ হিসেবে বর্তমানে মালিকানা ফিরে পেয়েছে। সুতরাং আপনারা যারা এদেশের মানুষ, এদেশের ভোটার- সবাই এদেশের মালিক, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনারা কোন কোন জায়গা থেকে সেবা পাবেন, সেই সেবাগুলি গ্রহণ করার জন্য ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যেমন আপনাদের কাছে দায়বদ্ধ। তেমন বাংলাদেশ সরকারের সকল যারা চাকরিজীবী তারাও আপনাদের কাছে দায়বদ্ধ। কারণ আপনারা মালিক তারা আপনাদের সেবক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার বোর্ড অব ম্যানেজমেন্ট সদস্য কৃষিবিদ একেএম আনিচ্ছুজ্জামান।
সঞ্চালনা করেন বিনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরহাদ হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, গৌরীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, ভাংনামারী ইউপি চেয়ারম্যান মোঃ নেজামুল হক, বিনার বোর্ড অব ম্যানেজমেন্ট সদস্য কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার প্রধান খামার তত্ত্বাবধায়ক মোঃ জিয়াউর রহমান, বিনার ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. জুলকার নাইন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার কৃষিবিদ ড. মোঃ সাদেকুজ্জামান, তুলা উন্নয়ন বোর্ডের তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান শিমুল প্রমুখ।
অনুষ্ঠানের পূর্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দেয়া পড়ানো হয়।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: