খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরীপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
ছবি- সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের গৌরীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।
দোয়া-মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ।
গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন গৌরীপুর পৌর শহরের বড় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ সাইদুর রহমান।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: