• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

অপরাধ

উল্লাপাড়ায় মধ্যরাতে বাল্যবিয়ের অনুষ্ঠানে আটক ৩ জনের সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: ১৯:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২২

উল্লাপাড়ায় মধ্যরাতে বাল্যবিয়ের অনুষ্ঠানে আটক ৩ জনের সাজা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বাল্যবিয়ে পড়ানোর সময় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ এদের মধ্যে ভূয়া কাজী উপজেলার অলিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদ পারভেজকে (২৭) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, বিয়ে পড়ানোর মৌলভি মাদারাসাছাত্র সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিয়াকত হোসেন এবং কনের খালা উপজেলার তেতুলিয়া গ্রামের ফাতেমা খাতুনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে ৷

 উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন রবিবার মধ্যরাতে এদের আটক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দিয়েছেন ৷ 

এ সময় উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উল্লাপাড়া মডেল থানার উপ-পরির্দশক মাসুদ রানা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বর পক্ষের লোকজন বিয়েবাড়ি থেকে পালিয়ে যায়।

ইউএনও মোঃ উজ্জল হোসেন জানান, সাজা হওয়া ভূয়া কাজী বড়হর ইউনিয়নের নিবন্ধিত কাজী মুরাদুজ্জামানের পক্ষে অনেকদিন ধরে এলাকার অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অভিভাবকদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে বিয়ের অবৈধ কাবিননামা তৈরি করে আসছিলেন। আর লিয়াকত হোসেন তার সাথে থেকে বিয়ে পড়াতেন। রবিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি তার সহকারীদের নিয়ে উপজেলার তেতুলিয়া গ্রামে আব্দুল মমিন সরদারের বাড়িতে গিয়ে কাজী ও মৌলভিকে হাতে নাতে ধরেন। এ সময় আব্দুল মমিনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তানিয়া খাতুনের সঙ্গে একই উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের সুলতান মিয়া নামের এক ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ায় সহযোগিতা করেন তার খালা ৷

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া কাজীর কাছ থেকে দুটি নিকাহ্ রেজিস্টার ও কয়েকটি টালি খাতা জব্দ করা হয়৷ এছাড়া কনের বাবার কাছ থেকে ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা কা নেয়া হয়। 

সেপ্টেম্বর ১৯, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: