• ঢাকা

  •  মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

অপরাধ

মা ও মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১১:০৬, ২৭ অক্টোবর ২০২৪

মা ও মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি দুর্গম চরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। 

গত রবিবার ( ২০ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটার পর স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চেয়ে পাননি ভুক্তভোগীরা। পরে বাধ্য হয়ে এক সপ্তাহ পর শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগীরা স্থানীয় পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ জানান। পরে তাদের থানা হেফাজতে নেয় পুলিশ।

নির্যাতনের শিকার নারী অভিযোগ করেন, তার স্বামী কাভার্ডভ্যানচালক। বাড়িতে তিনি তার মেয়ে (১৭), এক দেবরসহ (২১) থাকেন। তাদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই। গত রবিবার রাত ১১টার দিকে ছয় যুবক তার বাড়িতে আসে। তারা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তার দেবরের মুখ, হাত-পা বেঁধে রাখে। এরপর তার মেয়ে ও তাকে ঘর থেকে বের করে দুটি পৃথক স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবকেরা।  যাওয়ার সময় ঘর থেকে টাকাপয়সাসহ জিনিসপত্রও লুট করে নিয়ে যান তারা। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দিয়ে যায়। 

ঘটনার পর পরদিন সকালে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চান। তারা বিচারের নামে টালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় চর বালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এসবিডি/এবি

মন্তব্য করুন: