• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

অপরাধ

চুয়াডাঙ্গায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সালাউদ্দীন কাজল

 প্রকাশিত: ১০:০৭, ১৫ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: সময়বিডি.কম

চুয়াডাঙ্গায় এক অজ্ঞাত নারীর বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার হাজরাহাটি গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে হাজরাহাটি মাঠে পানের বরজে কাজ করতে আসেন শ্রমিকরা। এ সময় বরজের পাশে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারনা করা হচ্ছে।

এসইউকে/এসবিডি/এবি/

মন্তব্য করুন: