• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বিনোদন

প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৮:১৬, ৩ জানুয়ারি ২০২৩

প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

বর্ষীয়ান ভারতীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন আর নেই। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

জানা যায়, বার্ধক্যজনিত অসুখ ছাড়াও গত ২১ ডিসেম্বর তার ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। 

চিকিৎসকরা জানিয়েছিলেন, নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল শিল্পীর। সোমবার রাতেই বাড়ি নিয়ে আসা হয় শিল্পীকে। বাড়িতেই শিল্পীর চিকিৎসা চলবে এমনটাই সিদ্ধান্ত হয়েছিল পরিবারে।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই মেয়েও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তার বড় মেয়ে ইন্দ্রাণী সেন ও ছোট মেয়ে শ্রাবণী সেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন।

মঙ্গলবার ভোরে শ্রাবণী সেন ফেসবুকে লেখেন, ‘‘আজ মা ভোরে চলে গেলেন।’’

সুমিত্রা সেনের প্রয়াণে শোকের ছায়া সঙ্গীতমহলে।

জানুয়ারি ৩, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: