• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

বিনোদন

সাপ্তাহিক আয়ের হিসেবে সর্বকালের সেরা হিন্দি ছবি ‘পাঠান’

অনলাইন ডেস্ক:

 আপডেট: ০৮:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩

সাপ্তাহিক আয়ের হিসেবে সর্বকালের সেরা হিন্দি ছবি ‘পাঠান’

মুক্তি পাওয়ার ৭ দিনেই বক্স অফিস তোলপাড় করে ফেলেছে শাহরুখের ছবি ‘পাঠান’। এই ছবি সপ্তমদিনে নয়া রেকর্ড গড়েছে।  ভারতে এযাবৎ সবচেয়ে দ্রুত এই ছবি জায়গা করে নিল ৩০০ কোটির ক্লাবে।

চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। গোটা বলিউড যেন অপেক্ষায় ছিল তার। সেই অপেক্ষার অবসান ঘটতেই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। সাতদিনে শুধুমাত্র ভারতে এই ছবির কালেকশন ৩৯৫ কোটি টাকা। এছাড়া সারাবিশ্বে এই ছবির কালেকশন ২৩৯ কোটি টাকা। সব মিলিয়ে মোট ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

এক সপ্তাহের আয়ের দিক দিয়ে সর্বকালের সেরা হিন্দি ছবি হয়ে উঠেছে ‘পাঠান’।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইটে জানান, বিগত ছয়দিনে ভারতে এই ছবির আয় যথাক্রমে বুধবার (৫৫ কোটি), বৃহস্পতিবার (৬৮ কোটি), শুক্রবার (৩৮ কোটি), শনিবার (৫১.৫০ কোটি) ও রবিবার (৫৮.৫০ কোটি), সোমবার (২৫.৫০ কোটি), মঙ্গলবার (২২ কোটি)।

ফেব্রুয়ারি ৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: