• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ফিচার

স্ট্রবেরি মুন দেখা যাবে ১৩ জুলাই

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১৭:৩৫, ১২ জুলাই ২০২২

স্ট্রবেরি মুন দেখা যাবে ১৩ জুলাই

চাঁদকে ফের নতুন রূপে দেখা যাবে বুধবার (১৩ জুলাই)। এদিন রাত ১২টা ৭ মিনিট থেকে বিশাল এই চাঁদ দেখা যাবে। এই মহাজাগতিক ঘটনার নাম ‘স্ট্রবেরি মুন’। একে ‘বাক মুন’ও বলে।

আগামী এক বছর পর ২০২৩ সালের ৩ জুলাই আবারো আকাশের কোলে দৃশ্যমান হবে বিশাল চাঁদ।

১৩ জুলাই চাঁদ পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছের বিন্দুতে এসে উপনীত হয়। এটাকে বলে ‘ক্লোজেস্ট পয়েন্ট টু আর্থ’। যেটিকে মহাকাশবিদ্যার ভাষায় বলে ‘পেরিজি’। এদিন পৃথিবী ও চাঁদের দূরত্ব ২৬ হাজার কিলোমিটারে এসে দাঁড়ায়। 

সবচেয়ে বিশেষত্বপূর্ণ ব্যাপার হলো, এদিন পূর্ণিমার চাঁদের থেকেও প্রায় ১০ গুণ বেশি বড় দেখায় চাঁদকে। ফলে চাঁদের ঔজ্জ্বল্যও ১০ গুণ বেশি হয়।

জুলাই ১২, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: