• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ছুটির ফাঁকে

বাংলাদেশ-ভারতের মধ্যে সরাসরি বাস সার্ভিস ফের চালু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৭:১৬, ১০ জুন ২০২২

বাংলাদেশ-ভারতের মধ্যে সরাসরি বাস সার্ভিস ফের চালু

ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যে সরাসরি বাস সার্ভিস দুই বছর বন্ধ থাকার পর আবারো চালু হলো। 

শুক্রবার (১০ জুন) সকাল থেকে আগরতলা-আখাউড়া এবং হরিদাসপুর-বেনাপোল হয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত এই বাস পরিষেবা চালু হয়েছে।

বাংলাদেশ-ভারত সরাসরি এ বাস সার্ভিস উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। পরে সকালে মতিঝিলের কমলাপুর বাস ডিপো থেকে ছেড়ে যায় আন্তর্জাতিক রুটের দুটি বাস। 

এ সময় বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘করোনা মহামারির কারণে বাংলাদেশ ভারতের সাথে পর্যটন ভিসা পরিষেবা বন্ধ ছিল। দুই বছর বন্ধ থাকার পর আজ আবার শুরু হচ্ছে দু'দেশের মধ্যে সরাসরি বাস চলাচল। বাসগুলো কলকাতা এবং আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পর্যায়ক্রমে অন্যান্য যেসব রুট রয়েছে সেসব রুটেও চালু হবে আন্তর্জাতিক বাস পরিষেবা।’

শ্যামলী এন আর পরিবহন এবং বিআরটিসির পরিচালনায় বাসগুলো সরাসরি ভারতের কলকাতা এবং আগরতলা যাবে।

বাংলাদেশের যশোরের বেনাপোল-হরিদাসপুর বর্ডার হয়ে কলকাতায় ঢুকবে বাস। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ত্রিপুরার আগরতলায় যাবে।

এ সময় শ্যামলী এন আর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রাকেশ ঘোষসহ বিআরটিসি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুন ১০, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: