• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ছুটির ফাঁকে

শিলিগুড়ি-কাঠমান্ডু বাস সার্ভিস চালু হচ্ছে

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১২:০১, ১০ জুলাই ২০২২

শিলিগুড়ি-কাঠমান্ডু বাস সার্ভিস চালু হচ্ছে

পর্যটকদের কথা মাথায় রেখে এবার শিলিগুড়ি থেকে সরাসরি নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত সড়পথে যোগাযোগ চালু হতে চলেছে। শিলিগুড়ি থেকে ভারত-নেপাল আন্তর্জাতিক রুটে বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)।

বর্তমানে প্রতিদিন শিলিগুড়ি-নেপাল বাস চলাচল করে। সরাসরি কাঠমান্ডু পর্যন্ত বাস চলাচল করলে রোজকার যাত্রীর বাইরে পর্যটকরা যাতায়াত করতে পারবেন।

সপ্তাহে তিনদিন এই বাস চলবে। প্রাথমিকভাবে দুইটি বাস চলবে। জুলাই মাস থেকেই শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সরকারি এই বাস পরিষেবা শুরু হবে। তবে বাসের ভাড়া কত হবে তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। একটি বাস শিলিগুড়ি থেকে যাবে, একইদিনে একটি বাস কাটমান্ডু থেকে আসবে। একদিন পরপর বাসগুলো চালানো হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলোর ৪০টি আসন থাকবে।

জুলাই ১০, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: