• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভিনদেশ

চীনে কোভিডে ৩০ দিনে ৬০ হাজার মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১১:৩১, ১৫ জানুয়ারি ২০২৩

চীনে কোভিডে ৩০ দিনে ৬০ হাজার মানুষের মৃত্যু

ছবি: সংগৃহীত

চীনে গত এক মাসে কোভিড (Covid) আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ হাজার মানুষের। জিরো কোভিড নীতি তুলে নেওয়ার পর থেকেই করোনা সংক্রমণ মারাত্মক আকার নেয় চীনে। 

শনিবার (১৪ জানুয়ারি) রাজধানী বেইজিংয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (NHC) কর্মকর্তা জিয়াও ইয়াহুই। 

তিনি বলেন, ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে মোট ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শ্বাসকষ্টজনিত কারণে ৫ হাজার ৫০৩ জন মারা গেছেন। কোভিড ও অন্যান্য অসুস্থতার কারণে মারা গেছেন ৫৪ হাজার ৪৫৩ জন।

তবে, এই হিসেবের মধ্যে বাড়িতে মৃত্যু হওয়া লোকজনের সংখ্যা নেই।

চীন পূর্বে শুধুমাত্র সেইসব কোভিড রোগীদের তালিকাভুক্ত করেছে যারা কোভিড আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের কারণে মারা গেছে। চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ৮ ডিসেম্বরের পর থেকে এক মাসে চীন স্থানীয় কোভিডের ক্ষেত্রে মাত্র ৩৭ জনের মৃত্যুর খবর দিয়েছে।

কোভিডে মৃত্যুর কম রিপোর্ট করার জন্য চীনের সমালোচনা করেছে বিশ্বের অন্যন্য দেশগুলে। একজন চীনা স্বাস্থ্য কর্মকর্তা দাবি করেছেন, কোভিড সংক্রান্ত জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা গত মাসে শীর্ষে পৌঁছেছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে।

ইতোমধ্যেই করোনার বাড়াবাড়ি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইসাস চীন সরকারের সঙ্গে কথা বলেছেন। দেশের কোভিড পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য দেওয়ায় চীনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।

জানুয়ারি ১৫, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: