• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

ঈদ প্রত্যাশা ǁ সুমন বিশ্বাস

 প্রকাশিত: ০৯:২১, ৩০ এপ্রিল ২০২২

ঈদ প্রত্যাশা ǁ সুমন বিশ্বাস

অন্ন যোগানদাতার শুনি, কাতর আর্তনাদ,
ছিড়লো না তার, এই জীবনের-সর্বনাশী ফাঁদ।
যার বলে হয় ধান চাষাবাদ; সেই দেখি জল্লাদ,
কোলের পোনা কেড়ে দিলো-চরম শোকের স্বাদ।

সোনার ফসল জলের তলে, ভাঙলো মাটির বাঁধ,
ডুবলো চাষার-স্বপ্ন, আশা; মরলো মনের সাধ।
গার খাটুনি বৃথা সবই, গভীর হলো খাদ,
ঋণের বোঝায় আটকে তাঁরা-বেদনায় উন্মাদ।

সর্বহারা দুখির মাথায়-আমরা হলে ছাদ-
খেত ভরানো সোনার মানুষ, হবে না বর্বাদ।
ফুটবে হাসি চাষির মুখে-বাড়াই যদি কাঁধ,
রোজার শেষে মিলবে খুশি; উঠলে ঈদের চাঁদ।

হিদিয়া, অভয়নগর, যশোর
ইমেইল: [email protected]

মন্তব্য করুন: