• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

আপন বাড়ি ǁ সুফিয়া বেগম

 প্রকাশিত: ১৯:১৪, ৩০ মে ২০২২

আপন বাড়ি ǁ সুফিয়া বেগম

এ বাড়ি নয় কারো আপন
তবু আপন আপন করে মন
একদিন যেতে হবে আপন বাড়ি
ছেড়ে সুন্দর এই বসতবাটি।
একথাটি কেনো বুঝোনা রে মন
এ বাড়িতে কিছুই নয় তোমার আপন।

তোমার সেই যাবার কালে
চার বেহারার পালকি চড়ে
ছেড়ে যেতে হবে সব ধন।
সেদিন কেউ সঙ্গে  যাবেনা তোমার
স্বজন-প্রিয়জন-আত্মীয়-স্বজন।
শেষ বিদায়ের পালকিতে যাত্রী শুধু তুমিই একজন।

তোমায় যতন করে সাজিয়ে
আতর সুগন্ধি মাখিয়ে
যাবে যারা কাঁধে তুলে নিয়ে
ফিরে আসবে তারা সবাই এ বাড়িতে
আঁধার ঘরে একলা তোমায় রেখে
তুমি করে নিবে সে বাড়িকে আপন।

সে বাড়িতে সুখে থাকতে এখনি করো আয়োজন
ও মানুষ, এ বাড়ি নয় তোমার আপন 
সময় থাকতে নে বোঝে ওরে অবুঝ মন
এ সংসারে নয় কেউ তোর আপন।

মন্তব্য করুন: