• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

নিন্দিত সময় ǁ বারেক তালুকদার

 প্রকাশিত: ১০:২৮, ১০ জুন ২০২২

নিন্দিত সময় ǁ বারেক তালুকদার

 

চারপাশে শুধু ধূম্রজাল
আর আছে মিথ্যেবাদী ধান্দাবাজ
ওদের চোখে চিহ্ন নেই ভালবাসার, 
ওরাই চাঁদ দেওয়ার আশ্বাস দিয়ে 
আকাশটাই কেড়ে নেয় 
পড়ে থাকে অবশেষে
দিশেহারা সীমাহীন শূন্যতা,
তবুও এরাই দাবি করে
এরাও মানুষ!!
এরাই মানতে চায়না 
পৃথিবীর তিনভাগ জলে
আমারও সমুদ্র আছে
লবনের ভাগ নিয়ে
আমিও ঝগড়া করেছি 
তবুও সেই-ই ছিল
আমার ঢেউ
হাংগরের দাঁতে রক্তাক্ত শরীর
তবুও সেই ই ছিল আমার স্রোতধারা
আমার জোয়ারের মানে ছিল সেতুবন্ধন
বালি থেকে মাটি
মাটি থেকে সবুজের দেশ।

কবি পরিচিতি: 
অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল, ময়মনসিংহ।

মন্তব্য করুন: