• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

উঁচু নীচু ǁ সুফিয়া বেগম

 প্রকাশিত: ১৮:৪২, ২৪ জুন ২০২২

উঁচু নীচু ǁ সুফিয়া বেগম

উঁচুতে উঁচুতে মিললি তোরা
নীচুকে রেখে দূরে
ভাবলি নীচুকে সঙ্গে নিলে
জাত যাবে তোদের অবশেষে।
তবু তোদের জাত গেলো হায়
কোন সে কর্মদোষে
ভেবে বল ওরে।

যে নীচুকে রাখলি দূরে 
উঠলো না সে জাতের ঘরে
রইলো তারা নিজের মতো
কুলি-কামার-মুচি যতো
তারাই হলো জাতের ধারক
কোন সে কর্মগুণে
ভেবে বল ওরে।

তোরা উঁচু নীচুতে পারলি না মিলতে
তবু চাস সমাজটাকে বদলাতে
একাজ তোদের সিদ্ধ হবে তখন
তোরা উঁচু নীচুতে মিলবি যখন
তবেই হবে সমাজ পরিবর্তন
এছাড়া আর পথ কি আছে
ভেবে বল ওরে।

পরিচিতি: কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ব্যাংকার। ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য করুন: