• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

চিরসত্য ǁ সুফিয়া বেগম

 প্রকাশিত: ১৮:৩২, ৩ আগস্ট ২০২২

চিরসত্য ǁ সুফিয়া বেগম

চলতে চলতে কখনো বন্দর,
সাগর কিংবা নদীজল,
কখনো কংক্রীটের রাস্তা,
ধূলি উড়ানো মেঠোপথ -
কোনটা অস্বীকার করবে তুমি?
নিত্যদিনের গতিপ্রবাহে 
এই তো তোমার জীবন।
সবখানে তুমি নিজেকে পাও
হারিয়ে গেলে খুঁজে নাও
অমৃতদশায় সুখ জাগে তোমার অন্তরে
আবার দুঃখও পাও হৃদয়ের তারে
তবু তুমি আছো, এইতো তুমি
চন্দ্র-সূর্যের আলো দেখছো
মায়াবী জোছনায় স্নান করছো
তোমার চারপাশে কত শত মুখ
সবাই জড়িয়ে আছে তোমার সাথে
অদৃশ্য বন্ধনে, পাওয়া না পাওয়ার দ্বন্ধে।
ভাবতে চাওনা এরা কেউ থাকবে না একদিন
তোমার চেনা পথ-ঘাট-নদী,
চন্দ্র সূর্যের আলো, তোমার ভালোবাসার জন,
থাকবে শুধু নিকষ আঁধার-
ভাবতে চাওনা এ সময়টা
অথচ এটাই সত্যি, চিরসত্যি।
আমরা সবাই এ সত্যের কাছে বাঁধা।

মন্তব্য করুন: