• ঢাকা

  •  শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

সাহিত্য-সংস্কৃতি

সাহিত্য সম্মাননা পেলেন কবি হাদিউল হৃদয়

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: ১৫:১৯, ১২ মার্চ ২০২৩

সাহিত্য সম্মাননা পেলেন কবি হাদিউল হৃদয়

সিরাজগঞ্জ: ছোট কাগজ সম্পাদনায় বিশেষ অবদান রাখায় শেরপুর সংস্কৃতি পরিষদ থেকে সাহিত্য সম্মাননা পেলেন হৃদয়ে চলন সম্পাদক কবি হাদিউল হৃদয়।

শনিবার (১১ মার্চ) প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করা ঐতিহাসিক চলনবিলের প্রাণকেন্দ্র তাড়াশের একমাত্র শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ছোটকাগজ ‘হৃদয়ে চলন’ যা এখন পর্যন্ত ১১টি সংখ্যা প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, হাদিউল হৃদয় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পাড়িল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন সাহিত্যকর্মী। মূলত কবিতা দিয়ে শুরু করলেও প্রবন্ধ, ছড়া লিখেন। বর্তমানে তিনি দৈনিক কালবেলা পত্রিকায় তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

মার্চ ১২, ২০২৩

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: