• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বেতালা

মেসির জন্ম আসমে! দাবি সংসদ সদস্যের

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৮:০৮, ১৯ ডিসেম্বর ২০২২

মেসির জন্ম আসমে! দাবি সংসদ সদস্যের

সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসির জন্ম ভারতের আসাম রাজ্যে বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক।

রবিবার (১৮ ডিসেম্বর) প্রায় ৩৬ বছর পর ফের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।  বিশ্বকাপ জয়ের আনন্দে মেসিতে মজেছে তামাম দুনিয়া। বিভিন্ন সমাজমাধ্যমের মতো টুইটারেও উপচে পড়ছে মেসি ভক্তদের শুভেচ্ছাবার্তা।

তেমনই এক টুইট করতে গিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস সংসদ সদস্য আব্দুল খালেক। টুইটারে তিনি দাবি করেছেন, মেসির জন্ম অসমে!

আসামের বরপেটা কেন্দ্রের সংসদ সদস্য মেসিকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেন, ‘আমরা তোমার আসাম-যোগের জন্য গর্বিত।’ 

এর পর মেসির ‘আসাম-যোগ’ সম্পর্কে জানতে চান এক টুইটার ব্যবহারকারী। প্রত্যুত্তরে আব্দুল খালেক লিখেন, আসামে জন্ম মেসির।

এই টুইট প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় চারদিকে। ভুল হয়েছে বুঝতে পেরে পরক্ষণেই ওই টুইট ডিলিট করে দেন তিনি। কিন্তু বিতর্ক তাতে থামেনি।

একজন সংসদ সদস্য হয়ে কেন মেসি সম্পর্কে এমন ভুল তথ্য দিলেন, তা নিয়ে সরব হন অনেকে। তার এই টুইট ঘিরে ‘ট্রোলিং’ শুরু হয়ে যায় টুইটারে। কেউ মজা করে লেখেন যে, ‘হ্যাঁ, মেসি তো আমার সহপাঠী ছিলেন।’ আবার কেউ লেখেন যে, ‘বিশ্বকাপের পর মেসি ও তার স্ত্রী আসামে এসেছিলেন।’

আসলে মেসির জন্ম আর্জেন্টিনার রোসারিওতে।

ডিসেম্বর ১৯, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: