• ঢাকা

  •  সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

প্রবাসের কথা

বৈরুতে শেখ রাসেল দিবস উদযাপন

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ২০:২৯, ১৯ অক্টোবর ২০২৩

বৈরুতে শেখ রাসেল দিবস উদযাপন

বৈরুত (লেবানন): যথাযথ মর্যাদায় বৈরুতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ও কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন।     

সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেবানন প্রবাসী বাংলাদেশিরা ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এ আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় শেখ রাসেলের জীবনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। 

রাষ্ট্রদূত তার বক্তব্যে শেখ রাসেলের জীবনের উপর আলোকপাত করে বলেন,“শেখ রাসেল যদি বেঁচে থাকতেন তাহলে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিভূ হয়ে তার সোনার বাংলার অসমাপ্ত কর্ম সম্পাদনে অমিত সাহস আর বিশ্বাসে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতেন”। 

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অক্টোবর ১৯, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: