• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

খেলার মাঠে

আইসিসির সদস্যপদ পেলো আরো ৩ দেশ

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ২১:১৮, ২৭ জুলাই ২০২২

আইসিসির সদস্যপদ পেলো আরো ৩ দেশ

ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যপদ পেয়েছে আরো তিনটি দেশ। এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্টকে সহযোগী সদস্যের মর্যাদা দিয়েছে আইসিসি। এ নিয়ে আইসিসির মোট সদস্য সংখ্যা এখন ১০৮।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে বার্মিংহামে নিজেদের বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

এশিয়ার ২৪ এবং ২৫তম দেশ হিসেবে আইসিসির সদস্যপদ পেলো কম্বোডিয়া ও উজবেকিস্তান। আর আফ্রিকার ২১তম দেশ হিসেবে সদস্যপদ পেয়েছে আইভরি কোস্ট।

আইসিসির ১০৮টি সদস্য দেশের মধ্যে পূর্ণ সদস্য ১২টি দেশ। আর সহযোগী সদস্য ৯৬টি।
 
পূর্ণ সদস্য দেশগুলো হচ্ছে - বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।

আইসিসির সদস্যপদ পেতে আবেদন করেছিলো ইউক্রেন। তাতে এখনও সাড়া দেয়নি আইসিসি। 

এদিকে, ২০২১ সালের বার্ষিক সাধারণ সভায় রাশিয়ার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছিল আইসিসি। শর্ত পূরণ করতে না পারায় রাশিয়ার সদস্যপদ কেড়ে নিয়েছে আইসিসি।

জুলাই ২৭, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: