• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

খেলার মাঠে

মেক্সিকোর বিরুদ্ধে ২-০ জয় পেলো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক:

 আপডেট: ০৯:৪৪, ২৭ নভেম্বর ২০২২

মেক্সিকোর বিরুদ্ধে ২-০ জয় পেলো আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের ধাক্কা কাটিয়ে অবশেষে ফেভারেট মেক্সিকোর সাথে জয় পেলো আর্জেন্টিনা। শনিবার (২৬ নভেম্বর) রাত ১টায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারাল ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে দু’টি গোল করেন লিয়োনেল মেসি এবং এনজো ফের্নান্দেস। 

গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে তিন পয়েন্ট হলো আর্জেন্টিনার। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পরের ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে মেসিদের।

গত বিশ্বকাপে নাইজেরিয়ার বিরুদ্ধে এ রকমই বাঁচা-মরার ম্যাচে সে বারও দলের প্রথম গোল এসেছিল মেসির পা থেকে। এ বার প্রথম ম্যাচে তিনিই গোল করেছিলেন সৌদি আরবের বিপক্ষে। মেক্সিকোর বিপক্ষেও প্রথম গোল এলো তার পা থেকে। জ়োনাল মার্কিংয়ের ফাঁকে সামান্য সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। পায়ের জঙ্গলের ফাঁক থেকে নিচু গড়ানো শটে বল জালে জড়ালেন তিনি।

প্রথমার্ধের সময় শেষের এক মিনিট আগে বক্সের সামান্য বাইরে ফ্রিকিক পেয়েছিল মেক্সিকো। অ্যালেক্সিস ভেগার দুর্দান্ত শট বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো। অল্পের জন্য বেঁচে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের মুখ খুলতে পারেনি আর্জেন্টিনা। বিরতির একটু আগে ম্যাচের সেরা মুভ তৈরি করলেও গোল আসেনি। ফলে প্রথমার্ধ গোলশূণ্য থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বক্সের বাইরে মেসিকে ফাউল করেন গুতিয়েরেজ। নিজের পছন্দের জায়গায় ফ্রিকিক পান মেসি। কিন্তু বল বারের উপর দিয়ে উড়িয়ে দেন মেসি। ১০ মিনিট পরে আরও একটি ভাল সুযোগ তৈরি করেছিলেন দি মারিয়া কিন্তু সফল হননি।

খেলার ৬৪ মিনিটে অবশেষে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি আসে। দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ডান দিক থেকে দি মারিয়া পাস দিয়েছিলেন মেসিকে। বাঁ পায়ের মেসির গড়ানো শট গোলকিপার ওচোয়াকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। 

৮৭ মিনিটের মাথায় বক্সের ডান দিক থেকে বল জালে জড়ালেন ফের্নান্দেস। ওই গোলই আর্জেন্টিনার জয় নিশ্চিত করে দেয়।

নভেম্বর ২৭, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: