• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

ভিনদেশ

ট্রাম্পের আয়-রোজগার আর যত সম্পদ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:৫২, ৬ নভেম্বর ২০২৪

ট্রাম্পের আয়-রোজগার আর যত সম্পদ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের টিকিট নিশ্চিত হতে না হতেই আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণার আগেই ফ্লোরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণে এই মুহূর্তকে ‘আমেরিকার স্বর্ণযুগ’ বলে আখ্যা দিয়েছেন তিনি। ৭৮ বছর বয়সি ট্রাম্পের প্রত্যাবর্তনের পর আবারও চর্চায় তার সম্পত্তির হিসেব নিয়ে।

সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণ কত, তা নিয়ে বিভিন্ন সময়ে চর্চা হয়েছে। সম্পত্তির নির্দিষ্ট পরিমাণ স্পষ্ট না থাকলেও, একাধিক আন্তর্জাতিক প্রকাশনায় তার মোট সম্পত্তির একটি অনুমানিক হিসাব প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, ২০১৫ সালে প্রথম বার প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্পের আনুমানিক সম্পত্তি ছিল প্রায় এক হাজার কোটি ডলার। যদিও সাম্প্রতিক কিছু প্রতিবেদনে জানা গেছে, এক দশক আগে যা ছিল তার থেকে বর্তমানে সম্পত্তির পরিমাণ কমেছে।

‘ফোর্বস্‌’-এর প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের নভেম্বর মাসের হিসাবে ট্রাম্পের আনুমানিক সম্পত্তি ৬৬০ কোটি ডলার।

‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’-এর ২০২৪ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, ট্রাম্পের আনুমানিক সম্পত্তি ৭৭০ কোটি ডলার।

ট্রাম্পের এই সম্পত্তির একটি বড় অংশ আসে আবাসন, সমাজমাধ্যমসহ অন্য ক্ষেত্রে তার ব্যবসায়িক বিনিয়োগ থেকে। বিলাসবহুল আবাসন, হোটেল, গলফ মাঠ রয়েছে ‘দ্য ট্রাম্প অর্গানাইজ়েশন’র মালিকানায়। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারেরও মালিক এই সংস্থা। এছাড়া মায়ামিতে ট্রাম্পের মালিকানাধীন সংস্থার একটি গল্ফ রিসর্ট রয়েছে। ম্যানহ্যাটনের অভিজাত এলাকায় একাধিক নির্মাণে তার সংস্থার লগ্নি রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় রয়েছে ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’। এই সংস্থার অধীনে রয়েছে একটি সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’। ট্রাম্পের মোট সম্পত্তিতে এই সংস্থারও একটি বড় ভূমিকা রয়েছে। পাশাপাশি কিছু রিয়েলিটি শো এবং বইয়ের থেকেও রাজস্ব পান তিনি। আনন্দবাজার

এসবিডি/এবি

মন্তব্য করুন: