• ঢাকা

  •  মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

অন্ধকার রাতে সড়ক সংস্কার করে দিলো গৌরীপুর বিএনপি
অন্ধকার রাতে সড়ক সংস্কার করে দিলো গৌরীপুর বিএনপি

বেহাল দুটি সড়ক স্বেচ্ছাশ্রমে সংষ্কারের উদ্যোগ নেন বিএনপি নেতা-কর্মীরা। এরমধ্যে একটি কাঁচা সড়কের সংষ্কার কাজ শেষ করতে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে। এসময় ক্লান্ত-পরিশ্রান্ত নেতা-কর্মীরা বাড়ি ফেরার ইচ্ছে পোষণ করলে বাধ সাধেন বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। তিনি বলেন কাজ অর্ধ সমাপ্ত রেখে গেলে জনসাধারণের দুর্ভোগ বাড়বে। এরপর অন্ধকারেই সড়কের কাদা-পানিতে নেমে কাজ শুরু করে দেন তিনি। তাকে দেখে নেতা-কর্মীরাও আর দাঁড়িয়ে থাকতে পারেন নি। বাড়ি না ফিরে তারাও যোগ দেন নেতার সাথে সড়কের সংস্কারের কাজে। ফলে অল্প সময়ের মধ্যেই সড়কের ভাঙ্গা অংশ সংস্কার হয়ে যায়। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে। আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। তার নেতৃত্বেই শনিবার উপজেলার অচিন্তপুর ও সহনাটি ইউনিয়নের দুটি সড়ক নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সংস্কারের করে প্রশংসায় ভাসছেন বিএনপির নেতা-কর্মীরা।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ২১:৪৮

ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৩ ফার্মেসিকে জরিমানা 
ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৩ ফার্মেসিকে জরিমানা 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের ড্রাগ সুপার মো. জাহিন শাকিল ভূঁইয়া ও সহযোগিতায় ছিল ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১৭:১৪