• ঢাকা

  •  বৃহস্পতিবার, মে ১, ২০২৫

প্রবাসের কথা

ফিনল্যান্ড বিএনপির সা. সম্পাদকের বোনের মৃত্যুতে শোক

হেলসিংকি থেকে

 আপডেট: ১৬:০৮, ৩০ এপ্রিল ২০২৫

ফিনল্যান্ড বিএনপির সা. সম্পাদকের বোনের মৃত্যুতে শোক

প্রতীকী ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফিনল্যান্ড শাখার সাধারণ সম্পাদক জামান সরকারের বড় বোন আফসারী আলম শিপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনের ফিনল্যান্ড শাখার নেতা-কর্মীরা।

বুধবার (৩০ এপ্রিল) রাতে এক শোকবার্তায় ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, “আফসারী আলম শিপনের মৃত্যুতে আমরা শোকাহত পরিবারের সঙ্গে সমানভাবে ব্যথিত। তিনি ছিলেন একজন স্নেহময়ী মাতা, যিনি গভীর ভালোবাসা ও নিষ্ঠার মাধ্যমে তার সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন একজন পরহেজগার, পরোপকারী ও সদালাপী নারী, যিনি এলাকাবাসীর নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। একইসঙ্গে আমরা মরহুমার আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন আফসারী আলম শিপন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পরিবারের সদস্যরা জানান, আজ বুধবার সকাল ১০টায় মরহুমার জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর খিলগাঁও মসজিদুল আমানে। জানাজা শেষে তাকে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয়।

আফসারী আলম শিপন এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার স্বামী মো. শামসুল আলম ফকির ছিলেন একজন অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা। তার পিতা রফিউদ্দিন আহমেদ বিক্রমপুরের বাসাইল ইউনিয়নের দীর্ঘদিনের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এসবিডি/এবি

মন্তব্য করুন: