• ঢাকা

  •  মঙ্গলবার, মে ৬, ২০২৫

বাংলাদেশ

শাপলা চত্বরের সমাবেশে নিহত ৯৩ জনের পরিচয় প্রকাশ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৪৮, ৫ মে ২০২৫

শাপলা চত্বরের সমাবেশে নিহত ৯৩ জনের পরিচয় প্রকাশ

হেফাজতে ইসলাম বাংলাদেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, যাচাই-বাছাইয়ের পরে সংখ্যা আরও বাড়তে পারে।

রবিবার (৪ মে) রাতে এ তালিকা প্রকাশ করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানান হেফাজতে ইসলামের মুখপাত্র কেফায়েতুল্লাহ আজহারী।

এর আগে ২০২৪ সালে ৬১ জনের নিহতের একটি তালিকা প্রকাশ করেছিল মানবাধিকার সংগঠন ‘অধিকার’।

এ ছাড়া বিবিসির অনুসন্ধানে বলা হয়, ২০১৩ সালের ৫ ও ৬ মে সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন।

ব্লগারদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে যোগ দেন কওমি শিক্ষার্থী-আলেমসহ অসংখ্য নেতা-কর্মী।

> তালিকা দেখতে ক্লিক করুন:

এসবিডি/এবি

মন্তব্য করুন: