• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

জেলার খবর

বেলকুচিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: ২০:২৫, ৩ ডিসেম্বর ২০২২

বেলকুচিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

উজ্জ্বল কুমার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে সাংবাদিক উজ্জ্বল কুমারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উজ্জ্বল কুমার বেলকুচি প্রেসক্লাবের সদস্য এবং স্যাটালাইট টেলিভিশন ৭১ টিভির বেলকুচি সংবাদ সংগ্রাহক ও দৈনিক আমার সংবাদ পত্রিকা ও অনলাইন সময়ের কন্ঠস্বরের বেলকুচি উপজেলা প্রতিনিধি। 

তিনি বলেন, আমাদের বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী আক্কাজ আলী শেখ ও খালেক শেখের সাথে। বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলম প্রামাণিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে জায়গা মাপ জরিপ করে দুইপক্ষকে বুঝিয়ে দিয়ে সাক্ষর নেয়। সেখানে আক্কাজ আলী শেখ ও খালেক শেখের তাঁতঘর ও দোকানের মধ্যে আমাদের জায়গা চলে গেলে তিন মাস সময় নেয় সেই জায়গা খালি করে দেওয়ার জন্য। আমার বাবা প্রায় দেড় মাস আগে মারা যায় তার পরের দিন আবার জোরপূর্বক আমাদের জায়গায় ঘর তুলে। বাঁধা দিলেও কোনো কথা না শুনে কাজ করতে থাকে। যেখানে তিন মাস পরে ঘর সরিয়ে দেওয়ার কথা সেখানে আবার আজকে ৩ ডিসেম্বর শনিবার সকালে জোরপূর্বক কাজ শুরু করলে বাঁধা দিলে সকলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় আক্কাজ আলী শেখের মেজো ছেলে নূর ইসলাম। তিনি তখন বলেন, তোকে মারার জন্য ৫ লক্ষ টাকা দিয়েছি। তুই সাংবাদিক কি করতে পারবি করিস। এর পর সকালেই জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করি।

বিষয়টি নিয়ে আক্কাজ আলী শেখ বলেন, 'আগের গ্রামের মাতব্বরদের দুইবার মাপ ভুল ছিলো তাই গত সপ্তাহে আমার ভাই কাউন্সিলর আলম এসে মেপে দিয়ে গেছে। এখন এটাই সঠিক মাপ। তাই আমি এখনে কাজ করবো। কেউ বাধা দিলে খুনাখুনি করে ফেলবো।'

বিষয়টি জানতে কাউন্সিলর আলম প্রামানিককে ফোন করলে তিনি বলেন, আমি রাজশাহীতে বিএনপির জনসভায় এসেছি এখন কোনো কথা বলতে পারবোনা। 

জিডির বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান বলেন, আমার কাছে একটা অভিযোগ এসেছে। অভিযোগটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ডিসেম্বর ৩, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: