গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল

ছবি: সময়বিডি.কম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ কাইয়ুমের স্থায়ী অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ‘৮নং ডৌহাখলা ইউনিয়নের সচেতন নাগরিক’ ব্যানারে ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেন ইউসুফ আলী মিন্টু, আল-আমিন হোসাইন নাহিদ, মাজহারুল ইসলাম চৌধুরী, নাছিমা আক্তার, উসমান গনি তান্না প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম। তার বিরুদ্ধে পরিষদের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা তার স্থায়ী অপসারণ চাই।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সোহাগ চৌধুরী হত্যাকাণ্ডের সময় আমি এলাকায় ছিলাম না। পরিকল্পিতভাবে আমাকে মামলার আসামি করা হয়েছে। আমি কারাগারে গেলে পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। আমি স্থায়ী জামিন পেয়ে পরিষদের দায়িত্ব পেতে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছি। সরকার দায়িত্ব দিলে আমি গ্রহণ করব।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, ‘ডৌহাখলা ইউপির চেয়ারম্যান হত্যা মামলায় কারাগারে যাওয়ার পর ডিসি স্যারের পরামর্শে চেয়ারম্যানকে অপসারণ করে ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে। চেয়ারম্যান জামিন পাওয়ার পর পরিষদের দায়িত্ব পেতে আবেদন করছেন। আমরা বিষয়টি ডিসি স্যারকে জানিয়েছি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।’
ওবায়দুল/
এসবিডি/এবি
মন্তব্য করুন: