• ঢাকা

  •  মঙ্গলবার, মে ৬, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ, আটক ২

মোঃ আরিফুল হক

 আপডেট: ১৭:২২, ৫ মে ২০২৫

ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ, আটক ২

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

সোমবার (৫ মে) দুপুরে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্দনা এলাকার লুতু মিয়ার ছেলে মো. সাব্বির মিয়া (২৭) ও একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে মামুন আহাম্মেদ (২৮)।

বিষয়টি নিশ্চিত করে কাউছারুল হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কথিপয় ব্যক্তি পিকআপভ্যানে করে গাঁজা নিয়ে ময়মনসিংহ শহরে ঢুকছে। এরপর ঈশ্বরগঞ্জ বাজার পার হবার সময় সন্দেহজনক একটি পিকআপভ্যানে তল্লাশি চালাই। এসময় গাড়িতে থেকে পলিথিনে মোড়ানো ১১ টি প্যাকেটে ১৩ কেজি  গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: