• ঢাকা

  •  রোববার, এপ্রিল ২, ২০২৩

ভিনদেশ

নবাব সিরাজ-উদ-দৌলার আমলের ১০ ফুট লম্বা কামানের সন্ধান

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১৩:৩০, ১৬ মার্চ ২০২৩

নবাব সিরাজ-উদ-দৌলার আমলের ১০ ফুট লম্বা কামানের সন্ধান

পশ্চিমবঙ্গের কলকাতার দমদম সেন্ট্রাল জেলের মোড়ের মাটির তলায় মিলেছে একটি বিশাল কামান। মাটি খুঁড়ে বের করার চেষ্টা হলেও একদিনে পাঁচ ফুটের বেশি বের করা যায়নি। ধারণা করা হচ্ছে কামানটি ‌১০ ফুট লম্বা। আর এটাই হবে কলকাতার ইতিহাসে সিরাজ-উদ-দৌলার আমলের একমাত্র ১০ ফুট লম্বা কামান।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় জানান, ওই কামান মাটির নীচে আরও পাঁচ ফুট রয়েছে বলে মনে করা হচ্ছে। এটিই হবে কলকাতার সবচেয়ে বড় কামান। যা সমৃদ্ধ করবে ইতিহাসকে।

স্থানীয় সূত্রে খবর, দমদম সেন্ট্রাল জেলের মোড়ে রাস্তার ধারে বহুদিন ধরে উঁকি দিচ্ছে কামানের মুখ। মাটি থেকে তার উচ্চতা এক ফুটের মতো। নীচে কতটুকু গভীর সেটা জানা যায়নি।

বুধবার রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুনকে নিয়ে পৌঁছান ঘটনাস্থলে। বেলা সাড়ে ১১টা নাগাদ শুরু হয় খোঁড়াখুঁড়ি। দেড় ফুট মাটি খুঁড়তেই দেখা যায়, মাটির নীচে কামানকে ঘিরে আছে বিভিন্ন ধরনের অসংখ্য তার। সেগুলি সরিয়ে আরো আড়াই ফুট খোঁড়া হয়। সব মিলিয়ে চার ফুট খোঁড়ার পর সন্ধ্যে হয়ে যাওয়ায় খনন কাজ বন্ধ করা হয়। এখন সব মিলিয়ে নজরে আসছে কামানের পাঁচ ফুট। শেষাংশ আছে আরো গভীরে। আজ বৃহস্পতিবার আবার খনন কাজ শুরু হবে।

এ বিষয়ে বিপ্লব রায় বলেন, ‘‌আমরা আবার কাজ করবো। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, এই কামানটি নবাব সিরাজদৌল্লার আমলের। ঢালাই লোহা দিয়ে তৈরি।’‌

কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন বলেন, ‘‌কামানটি ঠিক কত বড়, তা জানতেই কৌতূহলী আমরা। দৃশ্যমান হয়েছে পাঁচ ফুট। এখনো কামানের ব্যাস কমেনি। এই কামানটি উদ্ধারের পর মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। সাধারণ মানুষের জন্য প্রদর্শিত হবে। সিরাজদৌল্লার আমলে ১০ ফুটের কামান কলকাতায় এখনো পাওয়া যায়নি।’‌

মার্চ ১৬, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: