প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে লড়বেন না ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন না বলে জানিয়েছেন। রবিবার (৪ মে) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করতে পারেন না। তবে ট্রাম্প এরআগে কয়েকবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন।
ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।
ফ্লোরিডার বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আট বছরের প্রেসিডেন্ট হব। দুই মেয়াদের প্রেসিডেন্ট হব। আমি সব সময় এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি।’
৭৮ বয়সি এই মার্কিন প্রেসিডেন্ট এরআগে তৃতীয় বা চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি, ‘মজা করছেন না’। পরে তিনি বলেছিলেন, তার এসব মন্তব্য ‘ভুয়া সংবাদমাধ্যমকে’ ট্রল করার জন্য ছিল।
ট্রাম্পের কোম্পানি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ ‘ট্রাম্প ২০২৮’ লেখা ক্যাপ বিক্রি করছে। যা থেকে অনেকে ধারণা করছেন, তিনি ২০২৯ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় থাকতে চাইতে পারেন। তবে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা এমন কিছু নয়, যা আমি করতে চাই।’
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন পূর্তি অনুষ্ঠানের পরদিন ট্রাম্প বলেন, ‘অনেকেই চান আমি আবার দায়িত্বে থাকি। যদিও আমার জানা মতে, এটা করার অনুমতি নেই। এটা সংবিধানসম্মত কি না, তাও নিশ্চিত নই।’
তবে ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, অনেকেই ২০২৮ সালের হ্যাট বিক্রি করছে।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না। এই নিয়ম পাল্টাতে হলে সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন এবং দেশের ৭৫ শতাংশ রাজ্যের সরকারের অনুমোদন প্রয়োজন। তবে কিছু ট্রাম্প সমর্থক দাবি করেন, সংবিধানে একটি ফাঁক আছে, যা আদালতে পরীক্ষিত হয়নি।
এসবিডি/এবি
মন্তব্য করুন: