বিমানের পারসার হোসনে আরার আনা স্বর্ণসহ মালামাল জব্দ

বিমানের পারসার হোসনে আরা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটের পারসার হোসনে আরার আনা ১১৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণের চুরিসহ অন্যান্য মালামাল জব্দ করেছে কাস্টমস।
সোমবার (১২ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে দিকে এসব মালামাল জব্দ করা হয়।
জানা যায়, ১১৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণের চুরি, যা গোল্ডবার হিসেবে পরিচিত। পাশাপাশি হোসনে আরার লাগেজে থাকা বেশ কিছু বাণিজ্যিক পণ্যও জব্দ করা হয়।
এই ঘটনায় ফ্লাইটে থাকা সব এয়ার হোস্টেসকে অপমানজনকভাবে তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ। যা অনেকের বিব্রতকর ও অসম্মানজনক ছিল।
এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখনো হোসনে আরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
এসবিডি/এবি
মন্তব্য করুন: