ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ছবি- সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজ বনায়নে অবদান রাখার লক্ষ্যে রবিবার (১৭ আগষ্ট) বিকেলে জাতীয়তাবাদী জিয়া পরিষদ ঈশ্বরগঞ্জ শাখা ও মানব কল্যাণ সংসদ পাইভাকুরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নুরুল কবির শাহিন।
তিনি জোবেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমতগঞ্জ ফয়জুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইভাকুরী ইসব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল খালেক মোকশুদা উচ্চ বিদ্যালয়, পাইভাকুরী দারুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১২ শতাধিক বনজ ও ফলজ চারা বিতরণ করেন এবং নিজ হাতে গাছও রোপণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহ্ নুরুল কবির শাহিন বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। আগামী প্রজন্মকে গাছ রোপণে উৎসাহিত করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদল নেতা সাইফুল সরকার, পৌর তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক জিকরুল হাসান জিকু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সোহাগ, শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: