সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ

ছবি- সংগৃহীত
গাজীপুরে গলাকেটে সাংবাদিক হত্যা ও ইট দিয়ে অপর সাংবাদিকের হাত-পা থেঁতলে দেওয়ার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় পৌর শহরের মধ্যবাজার কৃষ্ণচূড়া চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুরে দৈনিক আজকের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে গালাকেটে হত্যা ও বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ইট দিয়ে হাত-পা থেঁতলে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। সন্ত্রাসী চাঁদাবাজরা প্রকাশ্যে দিবালোকে গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের হামলার নিন্দা করেন। গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলেও জানান তারা।
এসময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাইকারীদের মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি তোলেন।
তারা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানান। আসামিরা চিহ্নিত, তাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরেও গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা।
গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকারের সভাপতিত্বে ও বিএমএসএফ গৌরীপুর শাখার সহ-সভাপতি মোঃ রইছ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহবায়ক হুমায়ুন কবির সুমন, প্রাবন্ধিক সেলিম আল রাজ, বিএমএসএফ গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজীব, দৈনিক আজকের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ মতিউর রহমান খান, বিএমএসএফ এর কার্য্যকরী সদস্য আল-ইমরান খান প্রমুখ।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়। একই এলাকায় বুধবার সাংবাদিক আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয় সন্ত্রাসীরা।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: