খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গৌরীপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

ছবি- সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন স্থানীয় মাদরাসা শিক্ষক হাফেজ মনিরুজ্জামান।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহŸায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুল আজিজ মÐল, এসএম দুলাল, মোহাম্মদ শাহজাহান সিরাজ, সিরাজুল ইসলাম ফকির, শাহ ওবায়দুল্লাহ সুমন, পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম, শামীম হোসেন চৌধুরী, গোলাম মোস্তফা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ইকবাল ভূঁইয়া, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক মোহাম্মদ হাসান, মারফত আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান মিসু, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শামীম আজাদ প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: