• ঢাকা

  •  মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

জেলার খবর

গৌরীপুর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমল, সদস্য সচিব অমল

 প্রকাশিত: ০০:৫৩, ৮ জুলাই ২০২৫

গৌরীপুর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমল, সদস্য সচিব অমল

ছবি- সংগৃহীত

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমল সরকারকে আহ্বায়ক ও অমল চন্দ্র দাসকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। রোববার রাতে ময়মনসিংহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের ভারপ্রাপ্ত আহ্বায়ক টুটন ভট্টাচার্য ও সদস্য সচিব বিজয় মিত্র (শুভ) স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়। 
কমিটির অন্যনারা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সমীরণ চন্দ্র দেবনাথ, যুগ্ম আহবায়ক সুমিত কুমার এস, দেবেন্দ্র চন্দ্র সাহা, শ্যামল চন্দ্র দাস, সজল কুমার সরকার, শমিত অর্ণব ধর, বিশ্বজিৎ ঘোষ, শিপন দেবনাথ, নির্মল দেবনাথ, পাপন বসাক। 
কমিরি সদস্যরা হলেন- ঝিন্টু দেবনাথ, সুজিত কুমার দে, অনুপ সরকার ঝন্টু, পলাশ বিশ্বাস, বিপ্লব কুমার সরকার, উজ্জ্বল সরকার, বিপ্লব সেন, চন্দন কুমার পাল, নন্দ গোপাল পাল, শৈলেশ পন্ডিত, সৌমিত্র দাস (দোলন), নিতাই ঘোষ, সুপক রঞ্জন উকিল, নেপাল দাস, বিপ্লব দেবনাথ, মিথুন দেবনাথ, সুভাষ দেবনাথ, স্বপন চন্দ্র বর্মন, অবনি চন্দ্র বর্মন, সুজন চন্দ্র দাস, স্বপন চক্রবর্তী, লিটন দেবনাথ, অনিল চন্দ্র চাকী, সুদীপ্ত সরকার, রবিন ভৌমিক, অসিত কর, সৌরভ সাহা, গৌড় চন্দ। 
আহ্বায়ক কমিটির সদস্য সচিব অমল চন্দ্র দাস বলেন, এই কমিটির মাধ্যমে গৌরীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ঐক্য ও সংহতি জোরদার করা হবে। 
নবগঠিত কমিটির আহ্বায়ক কমল সরকার বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: