• ঢাকা

  •  সোমবার, জুলাই ৭, ২০২৫

বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১০:৩২, ১ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। 

১৯৭৫ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর বিএনপি প্রতিষ্ঠা করেন সেই সময়ের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নিজের গড়া জাগো দলের বিলুপ্তি ঘটিয়ে ৭৮ সালের পয়লা সেপ্টেম্বর রমনার রেস্তোরাঁয় ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক কাঠামো। ১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা দলটি পরের বছর জয়ী হয় সংসদ নির্বাচনে।

দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরও কয়েকটি এলাকা সম্প্রতি বন্যাপ্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যাকবলিত এসব মানুষ অসহায় জীবন যাপন করছেন। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদেরকে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করবে। 

এর আগে বিএনপি মহাসচিব জানান, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আসর সারাদেশে বন্যাদূর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায়  দোয়া মাহফিল।

তিনি বলেন, ‘একই সাথে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া চাইব।’

বিএনপির এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হবে।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সকলকে এক্যবদ্ধ করে জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছিলেন। এ কারণেই দেশের মানুষ তাকে গ্রহণ করেছিল।

১৯৮১ সালের ৩০ মে বিপথগামী একদল সেনাসদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে তিন বার সরকার গঠন করে দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশে খালেদা জিয়া আসার পর তাকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। এই দলকে প্রতিষ্ঠিত করা ও তৃণমূল পর্যায়ে দেশের মানুষকে দলের প্রতি আকৃষ্ট করা সবটুকুই বেগম জিয়ার অবদান।

২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি। এরপর টানা দেড় দশক আওয়ামী লীগের দমন পীড়নের মুখে রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে দলটি। মিথ্যা মামলায় দুই বছর কারাগারে থেকেছেন খালেদা জিয়া। নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও অসুস্থতা ও বিধিনিষেধের বেড়াজালে রাজনীতিতে নিষ্ক্রিয় হন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এত নীপিড়ন, নির্যাতন, গুম, খুন, চাকরিচ্যুত, দেশচ্যুত, মিথ্যা মামলা সবকিছুর পর বিএনপি যেন জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।

৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন করে উজ্জীবিত হন দলটির নেতা-কর্মীরা। তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছেন তারা। 

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামীতেও দেশের মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন দলের নেতারা।

এসবিডি/এবি

মন্তব্য করুন: