গৌরীপুরে শিক্ষার্থীদের গাছের চারা উপহার

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেয়া হয়। বৃহস্পতিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে গাছের চারা তুলে দেন।
এ সময় তিনি বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ থেকে যে অক্সিজেন আমরা পাই তা দিয়েই আমাদের জীবন বাঁচে। তাই, গাছ লাগালে কোন প্রকার ক্ষতি নেই। গাছ থেকে ফলমূল সংগ্রহ করতে পারি ও পাশাপাশি গাছ বড় হলে বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হওয়া যায়। গাছই প্রকৃত বন্ধু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন।
ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মন্ডল সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম দুলাল, সিরাজুল ইসলাম ফকির, ব্যবসায়ী আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ ফারুক আহাম্মেদ লিটন, বিএনপি নেতা মাজহারুল ইসলাম চৌধুরী, আব্দুল মান্নান মন্ডল, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক গোলাম কবীর, আলমগীর কবীর, তদরুল আমিন, আব্দুল বাতেন, উসমান গণি তান্না, ডৌহাখলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুররম খান, উত্তর জেলা জাসাস নেতা আল মামুন মন্ডল, এ কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আলম প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: