• ঢাকা

  •  রোববার, জুলাই ৬, ২০২৫

জেলার খবর

মাদককারবারী স্বামী-স্ত্রী গ্রেফতার, বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ

 প্রকাশিত: ০০:৩০, ৬ জুলাই ২০২৫

মাদককারবারী স্বামী-স্ত্রী গ্রেফতার, বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ

ছবি- সংগৃহীত


ময়মনসিংহের গৌরীপুরে গাঁজাসহ মাদককারবারী আবুল কালাম ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রাম থেকে এই মাদকব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। 
প্রত্যক্ষদর্শী উপজেলা বিএনপির সদস্য ইউসুফ আলী মিন্টু জানান, সকাল ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বারুয়ামারী পূর্বপাড়ার বিউটি বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় এক বস্তাগাঁজাসহ আবুল কালামকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তিনি বারুয়ামারী গ্রামের সুরুজ আলীর পুত্র।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই তোয়াবুল ইসলাম জানান, অভিযানে এক কেজি গাঁজা ও ২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান আবুল কালামের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 
এ দিকে গ্রেফতারের পরই তাদের বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। এ সময় গ্রামের লোকজন দেখতে পায় ছাদের উপরে আরও একটি বস্তা। সেই বস্তায়ও গাঁজা। বিষয়টি তাৎক্ষণিক গৌরীপুর সেনা ক্যাম্প ও থানায় জানায় এলাকাবাসী। এরপরে সেই বাড়িটিকে ঘিরে রাখেন তারা। যৌথবাহিনীর অভিযানে আরও এক বস্তা গাঁজাসহ বিউটি বেগমকে গ্রেফতার করে গৌরীপুর থানার পুলিশ। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর রেজাউল করিম জানান, তার বাড়ি তল্লাশী করা হয়েছে। বস্তায় ২ কেজি গাঁজা রয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় গৌরীপুর থানার একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। 
অপরদিকে স্বামী-স্ত্রী মাদকসহ গ্রেফতারের পরপরেই বিক্ষুব্দ এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল ইসলাম চৌধুরী জানান, মাদকের সাথেযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিএনপি নেতা ইউসুফ আলী মিন্টু জানান, এই কালাম ইতোপূর্বে আরও ৫/৭বার গ্রেফতার হয়েছে। ৩/৪মাস জেল খেটে আবারও সেই মাদক ব্যবসা শুরু করে। প্রতিবাদ সমাবেশে প্রতিবেশী মতিউর রহমান ও রবিকুল ইসলাম জানান, এই দেখতেছেন ধরে নিচ্ছে, দু’এক মাস পরে এসে দেখবেন, ওরা বীরদর্পে হাঁটছে! ওদের কঠোর বিচার চাই। বিক্ষোভে গ্রামের শত শত নারী ও পুরুষ অংশ নেয়।
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: