• ঢাকা

  •  সোমবার, জুলাই ৭, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জ গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ১১ আসামি গ্রেফতার

মোঃ আরিফুল হক

 আপডেট: ২০:২৫, ৬ জুলাই ২০২৫

ঈশ্বরগঞ্জ গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ১১ আসামি গ্রেফতার

ছবি- সংগৃহীত

ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল অফিসারের সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। রবিবার (৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মাদক, চুরি, মারামারি, জুয়া ও পরোয়ানাভুক্ত মামলার আসামিদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ ০৬/০৭/২০২৫ এর ভিত্তিতে গ্রেফতার হন মোঃ মেহেদী হাসান (২৩), পিতা-মৃত হোসেন আলী, সাং-সৈয়দ ভাকুরী মোঃ রোমান হাসান (২৫), পিতা-মৃত আব্দুল মাজিদ, সাং-হাটুলিয়া অন্যদিকে, ১৮৬০ সালের দণ্ডবিধির ৩২৩/৩২৮/৩৭৯ ধারায় দায়েরকৃত এফআইআর নং-৭, জি.আর নং-১৫৬, তারিখ ২৪/০৮/২০২৪ এর আওতায় গ্রেফতার হন মোঃ সোহেল (৩৩), পিতা-মোঃ জসিম উদ্দিন, সাং-বাহাদুর নগর পাভেল (২৫), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-কবীরপুর পুলিশ আরও জানায়, পূর্বের পরোয়ানাভুক্ত মামলার ভিত্তিতে গ্রেফতার হন মোঃ মানিক মিয়া, পিতা-আঃ হামিদ, সাং-এনায়েতপুর, কুর্শিপাড়া জুয়া আইনের ০৪ ধারা মোতাবেক ঈশ্বরগঞ্জ থানার ননএফআইআর মামলা নং-১৪২, তারিখ ০৬/০৭/২০২৫ অনুযায়ী গ্রেফতার করা হয় সোহেল মিয়া (৩৫), পিতা-মোঃ হাশিম উদ্দিন মোঃ লিটন মিয়া (৪০), পিতা-মোঃ আঃ মতিন, মোঃ শ্যামল মিয়া (৩০), পিতা-মোঃ আঃ ছাত্তার, শাহজাহান (৫০), পিতা-মৃত ফখর উদ্দিন,মোঃ আতিকুল (৩০), পিতা-মৃত খান বাহাদুর মোঃ সুলতান উদ্দিন (৫৯), পিতা-মোঃ নূরুল আমিন উল্লেখ্য, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মো.ওবায়দুর রহমান বলেন অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: