ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে সাকিব (২২) নামে এক যুবক ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে মায়ের নানাবাড়িতে এ ঘটনা ঘটেছে। মৃত সাকিব তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের মজমপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় নিহতের ঘরে গিয়ে দেখেন সাকিব নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সে একাই থাকতেন, তার পরিবারের সবাই ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। নিহত যুবক মাদকাসক্ত ছিলো।
প্রতিবেশি নাছিমা আক্তার জানান, নিহত সাকিবের মা ছেলের সাথে মোবাইলে কথা বলতে চাইলে তিনি তাঁর ঘরে মোবাইল নিয়ে গিয়ে দেখতে পান সাকিব গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আব্দুল মালিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই সে মাদকাসক্ত হওয়ার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে নতুন ও পুরাতন কাটা দাগ পাওয়া গেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত এর প্রকৃত ঘটনা জানা যায়নি বলেও জানান তিনি।
মুঠোফোনে নিহতের মা নাজমা জানান, এলাকায় তাদের কোন শত্রু নেই। মাদকাসক্ত ছিলো বলেও তিনি জানান। কারও প্রতি কোন সন্দেহ বা অভিযোগ নেই।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিলো। ময়নাতদন্তশেষে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ নেই। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: