ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের গবাদিপ্রাণির বাছুর প্রদর্শণ

“গাভীর নিরাপদ কৃত্রিম প্রজনন, দুধ মাংসের উৎপাদন বৃদ্ধি আনবে দেশে উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মাওহা উচ্চ বিদ্যালয় মাঠে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাছুর প্রর্দশনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক প্রধান কার্যালয়ের সহকারি সাধারণ ব্যবস্থাপক (এজিএম) ডা: মো: শওকত আলী।
ব্র্যাক জোনাল সেলস ম্যানেজার মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন, জেলা থেরিওজেনোলজিস্ট ডা. মো: নাজিমুল হক, মাওহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আল ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা প্রমুখ।
অনুষ্ঠান বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ফলে গবাদি প্রাণির চিকিৎসাসেবা খামারির দোরগোড়ায় নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নত জাতের পশুপালনে ও দেশের সার্বিক মাংস ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যাক্ত করেন।
পরে ব্র্যাকের সিমেন ব্যবহারকারী শ্রেষ্ঠ ২০ জন খামারীকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: